রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • ঠাকুরগাঁওয়ে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ
জাফর ইকবালের উপর হামলা

ঠাকুরগাঁওয়ে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁও, ০৪ মার্চ, এবিনিউজ : অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রগতিশীল ছাত্রজোটের আয়োজনে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আজ রবিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জাফর ইকবালের উপর হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, জেলা বাসদের সমন্বয়কারী মাহাবুব হোসেন রুবেল, ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর, আহসানুল হাবীব বাবু, উদিচির সহ-সভাপতি রেজাওয়ানুল হক রিজু, সমাজকর্মী মাসুদ রানা সুবর্ণ প্রমূখ।

বক্তারা সরকারের সমালোচনা করে বলেন, জাফর ইকবালের ওপর হামলা জাতির জন্য লজ্জাজনক, আমরা দ্রুত এর বিচার চাই। মানুষ আজকে নিরাপদ নয়। জনগনের নিরাপত্তার জন্য সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বায় জানায় বক্তারা।

উল্লেখ্য, গত শনিবার শাবিতে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে ড. জাফর ইকবালের উপর হামলা করে ফয়জুর রহমান নামের এক সন্ত্রাসী।

এবিএন/রবিউল এহসান রিপন/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত