![ফুলবাড়ীতে বিএনপির লিপলেট বিতরণ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/02_128541.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৪ মার্চ, এবিনিউজ : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ভূয়া ও জালনথির মাধ্যমে সরকারের সাজানো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী থানা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতির নেতৃত্বে আজ রবিবার বিকেল ৫টায় নিমতলা মোড় পার্টির কার্যালয় থেকে লিপলেট বিতরণ শুরু করেন।
এসময় সঙ্গে ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ খোকন, বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোজাফ্ফর হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী, আলাদিপুর ইউপির বিএনপির সভাপতি মোঃ ডালিম, পৌর বিএনপিরসিনিয়র সহ-সভাপতি মোঃ নূর আলম, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ শাহাজুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাঈদুর রহমান, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ, সভাপতি মোঃ তোফায়েল হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মোঃ নবাব আলী, থানা ছাত্রদলের সভাপতি মোঃ মাহাবুব হোসেন, মো. শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মোঃ জাকির রহমান চঞ্চল, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ বেলাল হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক। লিপলেট বিতরণকালে বিএনপির অঙ্গ সংগঠনের ২শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এবিএন/মোঃ আফজাল হোসেন /জসিম/রাজ্জাক