বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

শেষ হলো জেলা পরিষদ মহিলা ক্রীড়া প্রতিযোগীতা

শেষ হলো জেলা পরিষদ মহিলা ক্রীড়া প্রতিযোগীতা

ভোলা, ০৪ মার্চ, এবিনিউজ : ভোলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হলো জেলা পরিষদ মহিলা ক্রীড়া প্রতিযোগীতা-২০১৭-১৮। আজ রবিবার বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে এ আলোচনা সভা ও পুরষ্কার বিতরন ও অনুষ্ঠিত হয়। ২৫ ফেব্রয়ারি শুরু হওয়া ৬টি ইভেন্টের এ টুর্নামেন্ট শেষ হয় আজ।

আলোচনা সভায় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক লিপিয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান স্ত্রী শাহিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন, ভোলা সরকারী কলেজ অধ্যক্ষ পারভীন আক্তার, জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, যুগ্ম সম্পাদক খাদিজা আকতার স্বপ্না, ফজিলাতুন্নেছা মুজিব বিকু, সহ সভাপতি শাহিন আফসার, রেহানা ফেরদৌস, মুসরিন জাহান আক্তার।

এসময় বক্তারা বলেন, খেলাধুলা শরীর গঠনে সহায়তা করে, লেখাপড়ার পাশাপশি খেলাধুলা মেধা বিকাশে সহায়তা করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে।

পরে আগত অতিথিরা ৬ ইভেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ স্কুলের মধ্যে পুরষ্কার তুলেদেন।

চ্যাম্পিয়ন- ফুটবল নলীনী দাস বালিকা মা: বি:,ক্রিকেট নিজাম উদ্দিন বালিকা মা: বি:,ভলিবল চর-ইলিশা আদর্শ মা: বি:, কাবাডি চর ইলিশা ভলিবল চর-ইলিশা আদর্শ মা: বি:, ব্যাডমিন্টন একক ও দ্বৈত ভোলা সরকারী কলেজ।

রানার্স আপ- ফুটবল শহীদ জিয়া আদর্শ বালিকা মা: বি:,ক্রিকেট শহীদ জিয়া, ভলিবল নলীনী দাস, কাবাডি চর ইলিশা, হ্যান্ডবল চর-ইলিশা, ব্যাডমিন্টন একক ও দ্বৈত সরকারী মহিলা কলেজ।

এবিএন/মো. অলিউল্লাহ সরকার অতুল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত