শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

কসবায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

কসবা, ০৪ মার্চ, এবিনিউজ : আজ রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, বায়েক ইউপি চেয়ারম্যান আল-মামুন ভুইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবির, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রমেন কুমার সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওশন আরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা ও কসবা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা। সভায় দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালনে আলোচনা সভা, মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থণা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। তাছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালনে পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রস্তুতি সভায় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবিএন/মো. অলিউল্লাহ সরকার অতুল/জসিম/রাজ্জাক

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত