![পাঁচবিবিতে ক্যাবল ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/04/pachbibi-map_128559.jpg)
পাঁচবিবি (জয়পুরহাট), ০৪ মার্চ, এবিনিউজ : ক্যাবল ব্যবসা দখল করার ষড়যন্ত্রে জয়পুরহাটের পাঁচবিবি সদরের ক্যাবল ব্যবসায়ী অমৃত্য দাস ডনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ রবিবার পাঁচবিবি উপজেলার বিশিষ্ট ক্যাবল ব্যবায়ী বাবুল কৃষ্ণ দাস তার বাস ভবনে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলায় সুনামের সহিত ক্যাবল ব্যবসা চালিয়ে আসছেন। তিনি আরো বলেন আমার পুত্র অমৃত্য দাস ডন একজন ব্যাডমিন্টন খেলোয়াড়।
গত ২৩ ফেব্রুয়ারি রাতে পাঁচবিবি শহরের কৃষি ব্যাংক মোড়ে সরকারি দলের কর্মীরা নিজেদের মধ্যে মারপিট করে। এ ঘটনার সময় আমার পুত্র অমৃত্য দাস ডন ব্যাডমিন্টন খেলার জন্য জেলার ক্ষেতলাল উপজেলায় একটি প্রতিযোগীতায় প্রতিযোগী হিসাবে অংশ নেয়।
অথচ উক্ত ঘটনায় আমার ছেলেকে ষড়যন্ত্রমূলক ও আমার ব্যবসার সুনাম নষ্ট করার জন্য আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি উক্ত মিথ্যা মামলা প্রত্যাহার ও ব্যবসায়িক স্বার্থ রক্ষার্থে প্রসাশনের সহযোগীতা কামনা করছেন।
এবিএন/সজল কুমার দাস/জসিম/রাজ্জাক