
ঝিনাইদহ, ০৪ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহে বিশিষ্ট কথা সাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সংগঠনটির নেতাকর্মী, সামাজিক, রাজনৈতিক,সাংবাদিক, শিক্ষার্থী,সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা ড. মুহম্মদ জাফর ইকবাল এর উপর হামলার নেপথ্যে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে আটক ও হামলাকারী সহ তাদের দৃষ্টানমূলক শাস্তির দাবি জানান।
এবিএন/যবনিকা/জসিম/রাজ্জাক