শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

গাজীপুরে কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কম্পোজিট কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর, ০৫ মার্চ, এবিনিউজ : গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে কাদের সিনথেটিক ফাইবার্স লিমিটেডের কাদের কম্পোজিট কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে সকাল সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, রবিবার দিবাগত রাত ২টার দিকে কাদের কম্পোজিট কারখানার স্টিল স্ট্রাকচারের দুই তলা ভবনের সুতা ও তুলা ইউনিটে আগুনের সূত্রপাত ঘটে। ভেতরে সিনথেটিক সুতা থাকায় পুরো স্পিনিং সেডে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, কালিয়াকৈর, ইপিজেডসহ ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ার এক পর্যায়ে স্টিল স্ট্রাকচারের দুই তলা ভবনের পশ্চিম অংশ ধসে পড়ে। আগুনে কারখানার বিপুল পরিমাণ সিনথেটিক সুতা, তুলা এবং মেশিন পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত