![পিরোজপুরে ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/pirojpur-buniadi_128588.jpg)
পিরোজপুর, ০৫ মার্চ, এবিনিউজ : পিরোজপুরে ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ৩ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ বাংলাদেশ প্রেস ইনিষ্ট্রিটিউট (পিআইবি) এর আয়োজনে পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বিকেলে প্রশিক্ষণ সমাপনী দিনে পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব কাজী মো: তোফায়েল হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু, দেশ টিভির জেলা প্রতিনিধি মোঃ ফিরোজ আহমেদ প্রমুখ।
প্রশিক্ষন শেষে সাংবাদিকদের সনদ বিতরণ করা হয়। এতে জেলার ৩৫জন সাংবাদিকরা অংশ নেন।
উল্লেখ্য তথ্য মন্ত্রাণলায়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ তিন দিনের এ বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান ড. প্রদীপ কুমার পান্ডে, পিআইবির প্রশিক্ষণ সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী, বাংলাভিশন চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ প্রশিক্ষণ প্রদান করেন।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর