শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শিবপুর আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

শিবপুর আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

শিবপুর আওয়ামীলীগের ইউপি চেয়ারম্যান প্রার্থীর উঠান বৈঠক

শিবপুর (নরসিংদী) , ০৫ মার্চ, এবিনিউজ : শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন উপ-নিবার্চন উপলক্ষে গতকাল রবিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন।

বৈঠক শেষে ইউনিয়ন আওয়ামী মহিলালীগের সভাপতি মোসা: মরিয়ম বেগম মুক্তা আওয়ামীলীগ থেকে নৌকা মার্কায় মনোনয়ন পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে ইউনিয়নের বিলচিনাদী গ্রাম, আলীনগর গ্রাম, পাড়াতলা গ্রাম ও দরগাবন্ধসহ এই চার গ্রামের কর্মী ও ভোটারদের নিয়ে দরগাবন্ধ ঈদগাহ মাঠে সংক্ষিত প্রচার প্রচারণা সভা করেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা সানোয়ার বিএসসি।

এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক এমপি জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, হারুনুর রশীদ খান ও সামসুল আলম ভূঁইয়া রাখিল।

এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার উদ্দিন খান নিপুন, বর্তমান ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ভূইয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের আইনবিষয়ক সম্পাদক মো: মাহফুজ আলম খোকন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: ছাদেকুর রহমান ছাদেক।

সভা পরিচালনা করেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফয়সাল ভূঁইয়া ও দোয়া পরিচালনা করেন উপজেলা মুক্তিযোদ্ধো সংসদের সাবেক সহকারি কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া।

আগামী ২৯ মার্চ দুলালপুর ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া লাখপুর বাজারের সন্ধ্যা ৭টায় এক সভা অনুষ্ঠিত হয়েছে।

এবিএন/আনোয়ার হোসেন স্বপন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত