জয়পুরহাট, ০৫ মার্চ, এবিনিউজ : পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যান সহকারীদের পদের শিক্ষাগত যোগ্যতা উন্নীতকরন সহ দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন এবং ৬ দফা দাবী আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসাবে জয়পুরহাটে মানববন্ধন করেছে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা।
আজ সোমবার সকাল ১০টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরের সামনে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি জয়পুরহাট উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতিরি জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল হামিদ সরকার, দপ্তর সম্পাদক মঞ্জিল হোসেন, উপজেলা শাখার সভাপতি তাহমিনা বেগম, সাধারন সম্পাদক আব্দুল আলীম, পৌর শাখার সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৪ হাজার ৫শ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ২৩ হাজার ৫শ জন পরিবার কল্যান সহকারি মাঠ কর্মচারীদের চাকুরীতে যোগদানের পর থেকে চাকুরীগত বৈষম্য, বঞ্চনা ও যন্ত্রনা ভোগ করে আসছেন। অবিলম্বে এসব সমস্যা নিরসন না হলে আগামী ১ এপ্রিল থেকে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা করা হবে বলে মানববন্ধনে বক্তরা বলেন।
এবিএন/এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর