![ভোলায় এফডাব্লিউএ ও এফপিআইদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/human_cain_abnews_128599.jpg)
ভোলা, ০৫ মার্চ, এবিনিউজ : শিক্ষগত যোগ্যতা উন্নত করন সহ নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ভোলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) ও পরিবার কল্যান সহকারীদের (এফডাব্লিউএ) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বক্তারা অবিলম্বে এফডাব্লিউএ’র শিক্ষাগত যোগ্যতা এসএসসি’র বদলে এইচএসসি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শকদের এইচএসসি’র বদলে ডিগ্রী পাস করার দাবিসহ পূর্ণাঙ্গ নিয়োগ বিধিসহ ছয় দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
পরে ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাছে স্বারকলিপি প্রদান করেন।
এ সময় তারা বলেন, সারা দেশে ২৮ হাজার পরিবার পরিকল্পনা মাঠকর্মী দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে কাজ করছে। অথচ এখন পর্যন্ত নিয়োগ বিধি, এফপিআই, এফডব্লিউএ শিক্ষাগত যোগ্যতা উন্নতি, বেতন স্কেলসহ গুরুত্বপূর্ণ দিকে কোনো পরিবর্তন নেই।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির ভোলা জেলা সভাপতি শমসের আলী, ভোলা সদর উপজেলার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মেজবা উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের এফপিআইও এফডাব্লিউএ কর্মীবৃন্দ।
এবিএন/তপু/জসিম/এমসি