![ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ যুবক আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/arrest_abnews_128602.jpg)
ফুলবাড়ী (কুড়িগ্রাম), ০৫ মার্চ, এবিনিউজ : কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত যুবকের নাম আলমগীর হোসেন আলো (২৮)। সে চন্দ্রখানা বালাটারী গ্রামের আব্দুর রহিমের ছেলে।
গতকাল রবিবার গভীর রাতে উপজেলার উত্তর বড়লই এলাকা থেকে ফুলবাড়ী থানার এসআই তালিম আহম্মেদসহ পুলিশ সদস্যরা ওই যুবককে একটি ১৫০ সিসি কেপিআর মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করেন। এসময় তার সহযোগী ঘোগারকুটি গ্রামের আজাদ আলী বকসীর ছেলে আরিফ হাসান (৩০) কৌশলে পালিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এবিএন/বিশ্বনাথ রায়/জসিম/এমসি