শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

ফরিদপুরে ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি

ফরিদপুরে ছয় দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি

ফরিদপুর, ০৫ মার্চ, এবিনিউজ : ছয় দফা দাবিতে ফরিদপুরের পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মানববন্ধন ও স্মরকলিপি কর্মসূচি পালন করেছে।

আজ সোমবার দুপুর ১২টার সময় ফরিদপুর সদর উপজেলার সামনে এই কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচির মধ্যে রয়েছে- ন্যায্য পদোন্নতি বাস্তবায়ন করতে হবে, মাঠপর্যায়ে কর্মক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন করতে হবে, এফডব্লিএদের টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে, পদমর্যাদা অনুযায়ী বেতন স্কেল নির্ধারণ করতে হবে, কর্মীদের সিলেকশন গ্রেড নিশ্চিত করতে হবে এবং এফডব্লিউএদের এফডব্লিউভি পদে ইনসার্ভিস ট্রেনিং এর সুযোগ দিতে হবে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- আব্দুল আলিম, মুজিবুর রহমান, আবু জাফন সিদ্দিকী, জাকির হোসেন, কার্ত্তিক চন্দ্র শীল, নাছিমা বেগম প্রমুখ।

মানববন্ধন কর্মসূচি শেষে পরিবার পরিকল্পনা মাঠ কর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল হাসান এর মাধ্যমে মহাপরিচালক বরাবার স্মরনলিপি প্রদান করেন।

এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত