![চিতলমারীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/human_cain_abnews_128610.jpg)
চিতলমারী (বাগেরহাট), ০৫ মার্চ, এবিনিউজ : বাগেরহাটের চিতলমারীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারীরা এক মানববন্ধন করেছে। আজ সোমবার বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি চিতলমারী উপজেলা শাখার সভাপতি কাজী মফজুল আহম্মেদ ও সাধারণ সম্পাদক রূপক হীরা জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেষ অনুযায়ী ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এ মানববন্ধন করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক সুকুমার হালদার, পংকজ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস, শুক্লা সরকার, লীলা বড়াল, মমতাজ খানম ও আসমা আক্তার।
এবিএন/এস এস সাগর/জসিম/এমসি