![কটিয়াদীতে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.b_128617.jpg)
কটিয়াদী (কিশোরগঞ্জ), ০৫ মার্চ, এবিনিউজ : বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের কটিয়াদীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুর ১২টায় কটিয়াদী উপজেলা পরিষদ কার্যালয়ের সম্মূখে এই মানববন্ধনে একাত্বতা পোষন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহাব আইন উদ্দিন।
এছাড়া কটিয়াদী উপজেলা মাঠ কর্মচারী সমিতি সভাপতি রাজীব কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিপুল চন্দ্র পাল, সহ-সভাপতি সুরাইয়া আক্তর খানম, উপজেলা সাধারন সম্পাদক আলম মিয়া, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু কাওসার, সুদেব সাহা, গৌতম সরকার, হাবিবুর রহমান হাবিব প্রমূখ উপস্থিত ছিলেন। শিক্ষাগত যোগ্যতার উন্নতিকরনসহ নিয়োগবিধির দ্রুত বাস্তবায়নের দাবীতে এই মানববন্ধন করা হয় বলে উপস্থিত নেতৃবৃন্দরা জানান।
এবিএন/রাজীব সরকার পলাশ/জসিম/তোহা