![ড.জাফর ইকবাল এর উপর হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.bb_128618.jpg)
সিরাজগঞ্জ, ০৫ মার্চ, এবিনিউজ : নন্দিত কথা সাহিত্যিক.বিজ্ঞান মনস্ক লেখক অধ্যাপক ডা. জাফর ইকবাল’র উপর সন্ত্রাসী হামালার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরাম। আজ সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সাধারন সম্পাদক দিলীপ গৌরে পরিচালনায় এবং সাংস্কৃতিক ফোরামের সহসভাপতি গাজী আশরাফুল ইসলাম চৌধুরী জগলুল সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জাসদের সভাপতি গাজী আব্দুল হাই তালুকদার, ,জেলা আওয়ামীলীগের সহ সাধারন সম্পাদক গাজী আব্দুল বারী শেখ, আব্দুস সামাদ তালুকদার,সম্মিলিত সাংস্কৃতিক জোটের জাতীয় পরিষদ সদস্য এ্যাড,মাহবুব এ খোদা টুটুল, নাট্য ফেডারেশনের সভাপতি হীরক গুণ, জেলা বাসদের সমন্মায়ক নব কুমার কর্মকার,
জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কানু, সাংবাদিক হেলাল আহমেদ, আমিনুল ইসলাম, সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি হাফিজুর রহমান সামাদ, নাট্য নিকেতনের সাধারন সম্পাদক হোসেন আলী ছোট্র, মানবাধিকার নাট্য পরিষদের সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ সাংস্কৃতিক ফোরামের প্রচার সম্পাদক সাহেদ সেলিম খানসহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরগণ ড.জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং আসামীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয়।
এবিএন/এস.এম তফিজ উদ্দিন/জসিম/তোহা