![কলাপাড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.bbbb_128620.jpg)
কলাপাড়া (পটুয়াখালী), ০৫ মার্চ, এবিনিউজ : আজ সোমবার কলাপাড়ায় পরিবার পরিকল্পনা মাঠ কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বর্তমান নিয়োগ বিধি, মর্যাদা বৃদ্ধিসহ চাকুরিতে নানা সমস্যা সমাধানের জন্য সাংগঠনের জাতীয় কর্মসূচীর অংশ হিসেবে কলাপাড়া শাখা এ কর্মসূচী পালন করে।
সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদিকা আনজুমানারা, মহিলা বিষয়ক সম্পাদিকা রোকসনা জাহান, প্রচার সম্পাদিকা খালেদা খুরশিদ প্রমুখ। বক্তারা পরিবার পরিকল্পনা পরিদর্শক পদ থেকে সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও পরিবার কল্যাণ সহকারি পদ থেকে পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে পদায়নের দাবী জানান।
এবিএন/তুষার হালদার/জসিম/তোহা