![সখীপুরে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.bbbbb_128621.jpg)
সখীপুর (টাঙ্গাইল), ০৫ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুরে সোহেল আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার রাতে উপজেলার কচুয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল ওই এলাকার আবদুল হাইয়ের ছেলে ও স্থানীয় কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে মোবাইল ফোনে কথা বলা নিয়ে বাবা-মার সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। পরে ওই রাতেই সে অভিমান করে নিজের ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আজ সোমবার সকালে পরিবারের লোকজর ঘরে গিয়ে সোহেলের ঝুলন্ত লাশ দেখতে পান।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইঁয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা