![সখীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.bbbbbb_128622.jpg)
সখীপুর (টাঙ্গাইল), ০৫ মার্চ, এবিনিউজ : টাঙ্গাইলের সখীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। পৌরশহরের ৫ নস্বর ওয়ার্ডের কাঁচা বাজার এলাকায় কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি অনুপম শাহজাহান জয়। এ উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, ইউএনও মৌসুমী সরকার রাখী, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ কুদ্দুছ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাল্ডার এম ও গণিসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। স্থানীয় এলজিইডির বাস্তবায়নে অত্যাধুনিক সুবিধা সংবলিত চারতলা ভবনটি ১ কোটি ৯৮ লাখ ১১ হাজার ১১১ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
এবিএন/সাইফুল ইসলাম সানি/জসিম/তোহা