সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • জামালপুরে যমুনা সারকারখানার সিবিএ নির্বাচন মঙ্গলবার

জামালপুরে যমুনা সারকারখানার সিবিএ নির্বাচন মঙ্গলবার

জামালপুরে যমুনা সারকারখানার সিবিএ নির্বাচন মঙ্গলবার

জামালপুর, ০৫ মার্চ, এবিনিউজ : দেশের বৃহৎ ও একমাত্র দানাদার ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ-রেজিঃ নং ৩০০৬) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল ৬ মার্চ মঙ্গলবার। জানাগেছে, দুইটি প্যানেল ও একটি একক (সভাপতি) পদে প্রতিদ্বন্ধিতা হবে। আওয়ামী লীগের সহযোগি সংগঠণ জাতীয় শ্রমিক লীগ সমর্থিত রবিউল-শাহজাহান পরিষদে (ছাতা প্রতীক) ১১টি পদের পূর্ণাঙ্গ প্যানেল ও জাহিদ-মতি (চাকা) পরিষদে ৬টি পদে এবং জাতীয় পার্টির সহযোগি সংগঠণ জাতীয় শ্রমিক পার্টি সমর্থিত মহিউদ্দিন (আনারস) সভাপতি পদে এককভাবে নির্বাচন করছেন।

এরমধ্যে ৫টি পদের প্রার্থীরা রবিউল-শাহজাহান পরিষদ থেকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৫৬৯ জন ভোটার প্রত্যক্ষ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। ১৯৯১ সালে কারখানা প্রতিষ্ঠার পর ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সিবিএ কমিটি হয়। দ্বিতীয়বারের মতো মঙ্গলবারের নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। গতকাল রবিবার দুপুরে বর্তমান সিবিএ ও রবিউল-শাহজাহান পরিষদের উদ্যোগে কারখানা এলাকায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি প্রার্থী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক প্রার্থী শাহজাহান আলী, কার্যকরী সভাপতি প্রার্থী মোসলেহ উদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে সিবিএ’র প্রধান নির্বাচন কমিশনার (এমটি-ইন্সট্রুমেন্ট) কোহিনুর রহমান জানান, নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন সুষ্ঠু করতে সব কমিশন থেকে ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।কারো বিরুদ্ধে আইনশৃক্স পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে খলা পরিস্থিতি অবনতির কোন অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এবিএন/শাহ্ জামাল/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত