শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সুনামগঞ্জের নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংবাদ সম্মেলন
হাওরে বাঁধ নির্মাণে নীতিমালা লংঘন

সুনামগঞ্জের নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ, ০৫ মার্চ, এবিনিউজ : সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাধঁ নির্মাণে নীতিমালা লংঘন,অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহন ও গত ২৮ ফেব্রুয়ারীর মধ্যে যথাসময়ে বাধেঁর কাজ শেষ না হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১টায় হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও জেলা কমিটির আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হাওর বাচাঁও সুনামগঞ্জ বাচাঁও জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু’র সভাপতিত্বে সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারন সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন,গতবছর এই জেলার বিভিন্ন হাওরে পিআইসিদের গাফলতি আর র্দূনীতির কারণে সময়মতো বাধঁ নির্মাণ না হওয়াতে ফসলহানি ঘটেছিল। কিন্তু চলতি বছর সরকার এই হাওরের জেলায় বাধঁ নির্মাণের জন্য প্রচুর পরিমাণ টাকা বরাদ্দ দিলেও বাধঁ নির্মাণে নীতিমালা লংঘন,অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহন ও গত ২৮ ফেব্রুয়ারীর মধ্যে বাধেঁর কাজ শেষ না হওয়ায় শংঙ্কিত কৃষকরা।

এদিকে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্বপাগলা ইউনিয়নে ইতিমধ্যে বাধেঁ^র কাজ শেষ হয়নি বরং এখনো এই ইউনিয়নের ২৬,২৭,২৮,২৯ ও ৩০ নং পিআইসিরা যেখানে গত ২৮ ফেব্রুয়ারী বাধেঁর কাজ শেষ করার কথা সেখানে আজকে পর্যন্ত ঐ ৫টি পিআইসির সভাপতি ও সদস্যরা কাজই শুরু করেননি। অবিলম্বে ঐ সমস্ত অসমাপ্ত বাধেঁর কাজ দ্রুত সম্পন্ন করা এবং যে সমস্ত পিআইসিরা এখনো কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকার ও প্রশাসনের নিকট জোর দাবি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সিনিয়র সদস্য,বীর মুক্তিযোদ্ধ মালেক হোসেন পীর,মোরশেদ আলম,ভানু চৌধুরী,প্রভাষক চিত্তরজ্ঞন তালুকদার,সংগঠনের যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান পীর,সালেহীন চৌধুরী শুভ প্রমুখ।

এবিএন/অরুন চক্রবর্তী/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত