![দৌলতপুরে প্রযুক্তি মেলার উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.bbbbbbbbbbbb_128632.jpg)
দৌলতপুর (কুষ্টিয়া), ০৫ মার্চ, এবিনিউজ : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০১৮ উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আয়োজনে মেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য রেজাউল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন, দৌলতপুর থানার ওসি শাহ দারা খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এবিএন/জহুরুল হক/জসিম/তোহা