![কাউখালীতে ১৫ মন জাটকা ইলিশ জব্দ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/kaukhali-zatka_128648.jpg)
কাউখালী, ০৫ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে গতকাল রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোষ্ট গার্ড এর সিসি মো. তোফাজ্জেল হোসেন এর নেতৃতে অভিযান চালিয়ে বরিশাল-খুলনা আঞ্চলিক মহা-সড়কের বেকুটিয়া ফেরীঘাট থেকে বরিশালগামী এস.এ ট্রাভেলস পরিবহন থেকে ১৫ মন জাটকা জব্দ করে।
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এর উপস্থিতি উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিলি করা হয়।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর