
জামালপুর, ০৫ মার্চ, এবিনিউজ : সিলেট হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে জামালপুরের মেলান্দহে আজ বিকেল ৪টায় শহীদ সমর থিয়েটার মানববন্ধন কর্মসূচি পালন করে। থিয়েটারের সভাপতি-প্রবীণ সাংবাদিক রেজাউল করিম লেবু এতে সভাপতিত্ব করেন।
মানবন্ধন চলাকালে বক্তব্য রাখেন-উপজেলা আ’লীগের সহসভাপতি-নাট্যকর্মী আবুল মুনসুর খান দুলাল, সৈকত সাহিত্য সংসদের সভাপতি-কথাসাহিত্যিক এসএম জুলফিকার আলী লেবু, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির ও শহীদ সমর থিয়েটারের সাবেক সভাপতি আলহাজ আব্দুল্লাহ মোল্লা প্রমুখ।বক্তারা হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
এবিএন/মো. শাহ্ জামাল/জসিম/নির্ঝর