![ফুলবাড়িতে নতুন সভাপতি চায় ছাত্রলীগের নেতাকর্মীরা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/dinajpur_abnews24 copy_128661.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৫ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী বিবাহ করায় নেতাকর্মীরা নতুন সভাপতি চায়। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী চলতি বছর বিবাহ করায় ছাত্রলীগের গঠন তন্ত্র অনুযায়ী ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতির পদে আর থাকতে পারেন না। তার স্থলে ঐ পদে নতুন সভাপতি নির্বাচিত হওয়া প্রয়োজন। সে কারনে উপজেলা ছাত্রলীগের নেতা কর্মীরা তার স্থলে নতুন সভাপতি চায় ।
এ ব্যপারে ০১৭২২২৫১১৭৪ নম্বরে বিষয়টি জানার জন্য আজ সোমবার মোবাইল করলে তাকে পাওয়া যায়নি। তবে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন যেহেতু মিঠুন চৌধুরী বিবাহ করেছেন সেহেতু দলীয় ভাবে ঐ পদে সে আর থাকতে পারেনা। এদিকে দিনাজপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ঈনান আহাম্মেদ এর ০১৭১৭১৬৪৫০৫ মোবাইলে গতকাল সোমবার বিষয়টি জানার জন্য যোগাযোগ করা হলে তিনি জানান গঠনতন্ত্রে এধরনের কোন বিধিমালা নাই। তবে স্থানীয় দলীয় সর্মথন থাকলে ঐ পদে সে থাকতে পারে। পদটি যেহেতু রয়েছে সেই পদটিতে পরর্বতীতে আর একজন কে সভাপতি নির্বাচিত করা হবে।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা