![পটিয়া পৌর সদরে এলাকাবাসীর ওয়াসার বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের দাবি](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/pani_abnews_128682.jpg)
পটিয়া (চট্টগ্রাম), ০৫ মার্চ, এবিনিউজ : সাম্প্রতিক সময়ে পানি ভূ-গর্ভের স্তর ভাগ নিচে নেমে পড়ায় অধিকাংশ নলকূপ অকেঁজো হয়ে পড়েছে। ফলে পটিয়া ১ম শ্রেণির পৌরসভা হওয়া সত্বেও মারাত্মক পানি সঙ্কটের মুখোমুাখি এসে দাড়িয়েছে পৌরবাসী।
এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এব্যাপারে পটিয়া পৌর এলাকার লোকজন ওয়াসার বিশুদ্ধ পানি সাপ্লাইয়ের দাবি জানিয়ে পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ সঙ্কট মোকাবেলায় পৌরসভার অধিকাংশ এলাকার মানুষকে পুকুর ডোবার পানি ফুটিয়ে পান করতে বাধ্য হচ্ছে।
স্থানীয় ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, পটিয়া পৌরসভা প্রতিষ্টা হয়েছে ২৮ বৎসর। এর মধ্যে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে জনস্বার্থে যে কয়টি সমস্যা নিরসন পৌর কর্তৃপক্ষের জন্য এক প্রকার বাধ্যতামূলক। তার মধ্যে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা অন্যতম।
কিন্তু বিগত ২৮ বছরে অনেক চেয়ারম্যান/মেয়র আসা-যাওয়া করলে ও তারা ৫০ ভাগের উপরে এ সমস্যা সমাধান করতে পারেনি। পৌরসভার তালতলা চৌকি গোবিন্দাখীল, দত্তপাড়া, বাহুলী, কাগজীপাড়া, উত্তর ও দক্ষিণ গোবিন্দারখীল, সুচক্রদন্ডী এলাকায় এ পর্যন্ত পর্যাপ্ত নলকূপ স্থাপিত না হওয়ায় এলাকার গৃহবধূদের হয় পুকুরের পানি ফুটিয়ে অথবা ব্যক্তিমালিকানাধীন নলকূপ থেকে কারো করুণা নিয়ে পানি সংগ্রহ করে জীবন বাঁচতে হয়।
উত্তর গোবিন্দারখীল এলাকার আরফা বেগম নামে এক মহিলা জানান, আবুল আমরা পাশ^বর্তী প্রতিবেশীর বাড়ী থেকে করুণা নিয়ে দীর্ঘদিন ধরে পানি পান করে আসছি। আমাদের এলাকায় সরকারী ভাবে পৌরসভা একটি নলকূপ স্থাপন করলেও তা বিভিন্ন সময়ে বিকল হয়ে পড়লে আমাদের মারাত্মক সমস্যার মুখোমুখি হতে হয়।
এতে বিভিন্ন বাড়ি থেকে পানি আনতে গেলে গালমন্দ শোনা থেকেও আমরা রক্ষা পায় না। ফলে বিভিন্ন সময়ে আমরা বাধ্য হয়ে পুকুর ডোবার পানি ফুটিয়ে পান করি। পটিয়া পৌর সদরের থানার মোড় এলাকাটি একটি বাণিজ্যিক কেন্দ্র হলেও এখানেও রয়েছে পানি সঙ্কট।
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, আমরা এব্যাপারে পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। তারা আমাদের আশ^স্থ করেছেন। কিন্তু দীর্ঘ সময়েও এখানে নলকূপ স্থাপিত না হওয়ায় পানি সঙ্কট দূর হচ্ছে না।
পটিয়া আদালত-খাসমহাল রোড ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারুল আলম বলেন, আমাদের পোস্ট অফিস এলাকায় দীর্ঘদিন ধরে নলকূপের অভাবে বিশুদ্ধ পানির সংস্থান হচ্ছে না। আমরা ব্যবসায়ীদেরকে কথা দিয়েছি। পৌরকর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এব্যাপারে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে।
এ ব্যাপারে পটিয়া পৌর মেয়র অধ্যপক হারুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা সৃষ্ট পানি সঙ্কট মোকাবেলায় বিভিন্ন এলাকায় কম্প্রেসার স্থাপন করেছি। এছাড়াও বাণিজ্যিক কেন্দ্র গুলোতে জায়গার অভাবে নলকূপ স্থাপন করতে পারছি না।
তারপরেও যত দ্রুত সম্ভব ওয়াসা স্থাপনের মাধ্যমে পানি সঙ্কট দূর করার জন্য পৌর কর্তৃপক্ষ আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী হয় ওয়াসা নয়তোবা গভীর নলকূপের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ এলাকা গুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হবে।
পটিয়া পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক বিষয়টি গুরুত্ব সহকারে দেখে পৌর মেয়রের সাথে আলাপ করে সমাধান করার আশ^াস প্রদান করেন।
এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি