বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

ঝিনাইদহে বীমা মেলা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহে বীমা মেলা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ঝিনাইদহ, ০৫ মার্চ, এবিনিউজ : ঝিনাইদহে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা মেলা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দিনব্যাপী শহরের কুটুম কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঝিনাইদহ জোনাল ইনচার্জ শেখ ওলি আহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম।

প্রধান আলোচক ছিলেন ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের খুলনা বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ সাইদুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ মে এম শামছুল হক সিদ্দিকী, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড ঝিনাইদহ সার্ভিস সেন্টারের এস ভিপি মোহাম্মদ ইউনুছ। অনুষ্ঠান পরিচালনা করেন সাদেকুর রহমান ও শামীম হাসান। অনুষ্ঠানে ৫ শতাধিক বীমা প্রতিনিধি ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। বক্তারা, জীবন বীমাসহ সকল প্রকার বীমার সূবিধা নিয়ে আলোচনা করেন। পরে ৩ জন গ্রাহককের নমিনীর হাতে মৃত্যুদাবীর চেক প্রদাণ করা হয়।

এবিএন/যবনিকা/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত