![হোসেনপুরে গ্রামীণ রাস্তার এইচবিকরণ কাজ উদ্বোধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/abnews-24.bbbbbbbbbbbbbbbbb_128687.jpg)
হোসেনপুর (কিশোরগঞ্জ), ০৫ মার্চ, এবিনিউজ : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৪টি গ্রামীণ রাস্তার এইচবিকরণ কাজ আজ সোমবার উদ্বোধন করা হয়েছে। রাস্তার কাজ উদ্বোধন করেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে প্রমুখসহ জনপ্রতিনিধি ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রাস্তাগুলো হলো-রহিমপুর ঈদগাহ্ মাঠ হতে চাপড়া বিল (৭০০মি:), রহিমপুর মোতাহার মিয়ার ফার্ম হতে উত্তর রহিমপুর স: প্রা: বিদ্যালয় (৭০০মি:) পর্যন্ত রাস্তা। যার ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ ৬৪ হাজার ৫৯৪ টাকা এবং দক্ষিণ গোবিন্দপুর মালিবাড়ি হতে ডিসি রোড (১৭০০মি:) পর্যন্ত ও পশ্চিম বোরহানের দোকান হতে নুর হোসেনের বাড়ি (১ কি:মি:) পর্যন্ত রাস্তা। যার নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৮৮ লাখ ২৯ হাজার ৫২২ টাকা।
এসব রাস্তাগুলো ঠিকাদারের মাধ্যমে এইচবিকরণ কাজের বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এবিএন/খায়রুল ইসলাম/জসিম/তোহা