![দুর্গাপুরে হাট-বাজার গুলোতে নিষিদ্ধ পলিথিনে সয়লাব](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/natokona_abnews24 copy_128689.jpg)
দুর্গাপুর(নেত্রকোনা), ০৫ মার্চ, এবিনিউজ : জেলার দুর্গাপুর উপজেলাসহ পৌরসভার ছোট বড় সব বাজারেই এখন নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি। এসব নি¤œ মানের, দুর্গন্ধযুক্ত পলিথিনেই বিভিন্ন খাদ্যদ্রব্যসহ পণ্য সামগ্রী তুলে দেয়া হচ্ছে ক্রেতাদের হাতে। এ নিয়ে আজ সোমবার সরেজমিনে দেখাগেছে, উপজেলার বিভিন্ন বাজারে নিষিদ্ধ পলিথিন বেচাকেনা এবং পণ্য সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছে।
দুর্গাপুর মধ্য বাজারে কয়েক ব্যবসায়ী জানান, মাছ-মাংসের মতো কাঁচাপণ্য পলিথিন ছাড়া অন্য কোন ব্যাগে বহন করা দুঃসাধ্য। ক্রেতারাও এসব কাঁচাপণ্য পলিথিনে দেয়ার জন্য বলে। এ জন্য আমাদের পলিথিন রাখতেই হয়। মুদি দোকানে পলিথিন ব্যাগে পন্য সরবরাহের কারণ জানতে চাইলে অন্য এক দোকানী বলেন, বর্তমানে কাগজের প্যাকেট, ব্যাগের বেশ সঙ্কট চলছে, তা ছাড়া এগুলোর দামও অনেক বেশি। স্থানীয় দোকানীরা জানান, বাজারে বেশ কয়েকটি পাইকারী দোকানে বিক্রি হয় নিষিদ্ধ পলিথিন। তাঁদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নেয়ার ফলে অবাধে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবসা।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মাও: আব্দুস সালাম বলেন, নিষিদ্ধ পলিথিন আমাদের ড্রেনেজ ব্যবস্থা জ্যামের অন্যতম কারন। অচিরেই পৌরসভার বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে এ বিষয়ে হানা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা