![চিরিরবন্দরে দুই দিনব্যাপি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/sova_abenws_128700.jpg)
চিরিরবন্দর (দিনাজপুর), ০৫ মার্চ, এবিনিউজ : মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার দুপুরে চিরিরবন্দরে দুই দিনব্যাপি ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সম্পন্ন হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে চিরিরবন্দর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক, আইসিটি কর্মকর্তা ওহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান তরুবালা রায়সহ অন্যান্য কর্মকর্তাগণ।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি