শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

চিরিরবন্দরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

চিরিরবন্দরে জেলা প্রশাসকের বিদায় সংবর্ধনা

চিরিরবন্দর (দিনাজপুর), ০৫ মার্চ, এবিনিউজ : চিরিরবন্দরে আজ সোমবার বিকেল ৩টায় দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলমের বদলীজনিত কারণে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।

বঙ্গবন্ধু হলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক মীর খায়রুল আলম।

এসময় তিনি কর্মস্থলে থাকাকালীন সকলের সহযোগিতায় তাঁর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করতে পারায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাবউদ্দিন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবর রহমান শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনজুরুল হক প্রমুখ।

বক্তারা বিদায়ী জেলা প্রশাসকের বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও তিনি প্রশাসনের উচ্চ পদে থেকে দেশ ও জাতির মঙ্গলে নিবেদিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এবিএন/রফিকুল ইসলাম/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত