![লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/mela_abnews_128710.jpg)
লক্ষ্মীপুর, ০৫ মার্চ, এবিনিউজ : বর্তমান সরকারের ‘রুপকল্প ২০২১’ বাস্তবায়ন ও দেশের চলমান আর্থসামাজিক উন্নয়নের অগ্রযাত্রাকে আরো গতিশীল করতে বিজ্ঞান ও প্রযুক্তির যথাযথ টেকসই উন্নয়নের লক্ষে আজ সোমবার লক্ষ্মীপুরে ৩ দিনব্যাপী ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ভোধন করা হয়েছে।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের সহযোগীতায় অনুষ্ঠেয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে স্বউদ্যোগে উদ্ভাবিত নানারকম প্রযুক্তিগত জিনিসপত্র, প্রকল্প দেখানো হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রথমদিনে বর্ণাঢ্য রালী, আলোচনা, বিতর্ক প্রতিযোগিতা ও বিজ্ঞান ভিত্তিক উপস্থিত বক্তৃতা হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
জেলা কালেক্টরেট প্রাঙ্গণে অনুষ্ঠেয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে জেলা প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক বিভিন্নজন উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মেলার ৩য় দিনে প্রকল্প মূল্যায়ন ও পুরস্কার বিতরণ করা হবে।
এবিএন/অ আ আবীর আকাশ/জসিম/এমসি