![সিরাজগঞ্জে লাইসেন্স বিহীন ইটভাটা গড়ে তোলায় জরিমানা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/05/sirajgoang_abnews24 copy_128711.jpg)
সিরাজগঞ্জ, ০৫ মার্চ, এবিনিউজ : সিরাজগঞ্জে রায়গঞ্জে লাইসেন্স বিহীন আবাদী জমিতে ইটভাটা গড়ে তোলার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে ইটভাটা কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল আখতার এ নির্দেশ দেন।
জানা গেছে, উক্ত উপজেলার ঘুড়কা ইউনিয়নে কালিকাপুর গ্রামে কৃষি জমিতে লাইসেন্স বিহীন ইটভাটা গড়ে তোলেন ব্যবসায়ী শিহাবুল ইসলাম। তিনি সিরাজগঞ্জের সলঙ্গা থানার মানিকদিয়ার গ্রামের আবু ইউছুফ মিয়ার ছেলে। আইন লঙ্ঘন করে অবৈধভাবে ইটভাটা স্থাপনা কার্যক্রম শুরু করে।
ভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং লাইসেন্স না থাকায় ভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এবিএন/এস,এম তফিজ উদ্দিন/জসিম/এমসি