শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • জবস
  • ৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়ন নয়: পিএসসি

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়ন নয়: পিএসসি

৩৮তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনর্মূল্যায়ন নয়: পিএসসি

ঢাকা, ০৫ মার্চ, এবিনিউজ : ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক।

গত ২৮ ফেব্রুয়ারি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ১৬ হাজার ২৮৫ জন। উত্তীর্ণরা এখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রার্থী বাছাইয়ে যে নির্দিষ্ট নম্বর (কাট নম্বর) রাখা হয়েছিল তা সঠিক ছিল না এমন অভিযোগ করে গত রোববার ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে কিছু প্রার্থী পিএসসির সামনে অবস্থান নেন।

গত বছর ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আবেদন করেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী যা বিসিএসে আবেদনের ক্ষেত্রে একটি রেকর্ড। ৩৭তম বিসিএসে আবেদন করেছিল ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।

এবিএন/মমিন/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত