শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

অভয়নগরে খাজনা আদায়ের জন্য সার্টিফিকেট মামলা

অভয়নগরে খাজনা আদায়ের জন্য সার্টিফিকেট মামলা

অভয়নগর (যশোর), ০৫ মার্চ, এবিনিউজ : অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌর ভূমি অফিস বকেয়া খাজনা আদায়ের জন্য কঠোর অবস্থান নিয়েছে।

দীর্ঘদিনের ববেয়া খাজনা আদায় করতে ব্যর্থ হয়ে পৌর সহকারি ভূমি কর্মকর্তা এলাকার ১০ জনের নামে সার্টিফিকেট মামলার জন্য নেটিশ জারি করেছেন।

জানা গেছে, নিদৃষ্ট সময়ের মধ্যে তারা খাজনার টাকা পরিশোধ না করলে আদালতের মাধ্যমে তাদের জমি নিলাম করা হবে। এছাড়া আরো ৫শ’ জনের নামে লাল নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে খাজনা পরিশোধ না করলে তাদের নামেও মামলা করা হবে।

সার্টিফিকেট মামলার নোটিশধারীরা হলেন- ধোপাদী মৌজার আব্দুল মোল্যার ছেলে মকছেদ আলী মোল্যা, এরশাদ আলীর ছেলে আমিন উদ্দিন মোল্যা, মুনছুর রহমানের ছেলে নাজেম আলী ও আতিয়ার রহমান, সাদেক আলীর ছেলে আব্দুল হামিদ, টেনাই আকুঞ্জির ছেলে নওশের আকুঞ্জি, নিখিল চন্দ্র পাল, গোলাম রসুলের ছেলে নওশের আলী, মোসলেম মোড়লের ছেলে আজাহার আলী মোড়ল, আক্কাস আলীর ছেলে লুৎফর রহমান, বুইকারা মৌজার করিম মোল্যার ছেলে ইউনুছ মোল্যা, কিতাবদি মোল্যার ছেলে ঈমান আলী, গুয়াখোলা মৌজার বক্কার সিদ্দিকের ছেলে আজিজুর রহমানও মোবারেক আলীর ছেলে হাসিম আলী বিশ্বাস।

ওই সব ব্যক্তির নামে প্রায় ১ লাখ ৬০ হাজার টাকার খাজনা বকেয়া রয়েছে। এছাড়া গুয়াখোলা মৌজা সহ আরো কয়েকটি মৌজার খাজনা আদায়ের জন্য লাল নোটিশ পাঠানো হয়েছে।

পৌর সহকারি ভূমি কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সময়মত খাজনা না দিলে তাদের নামেও সার্টিফিকেট মামলা দায়ের করা হবে।

তিনি আরো জানান, বার বার তাগিদা দেওয়া সত্বেও ওরা খাজনার টাকা দেয়না। যে কারণে উপরি মহলের চাপে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হলো।

এবিএন/সেলিম হোসেন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত