সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
logo
  • হোম
  • সারাদেশ
  • কুষ্টিয়ায় বাস-মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ায় বাস-মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়ায় বাস-মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কুষ্টিয়া, ০৬ মার্চ, এবিনিউজ :কুষ্টিয়া সদর উপজেলায় বাস ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ জানান, মঙ্গলবার সকালে একটি বাস ও যাত্রীবাহী মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মহেন্দ্রের যাত্রী ২ পুরুষ ও এক শিশু নিহত হয়। হাসপাতালে নেওয়ার পর শিশুটির মাও মারা যান।

নিহতদের লাশ হাসপাতাল মর্গে রয়েছে।

এবিএন/সাদিক/জসিম/এসএ

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত