![কাউখালীতে জাতীয় পাট দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/rally_abnews_128770.jpg)
কাউখালী (পিরোজপুর), ০৬ মার্চ, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে জাতীয় পাট দিবস উপলক্ষ্যে পাটর্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘বাংলার পাট- বিশ্বমাত’ ‘সোনালী আঁশের সোনার দেশ- পাট পণ্যের বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভা কক্ষে মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সহকারী ভুমি কমিশনার মাধবী রায়, ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাস কবির, কাউখালী প্রেস ক্লাব সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদারসহ আরও অনেকে।
এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/এমসি