
রাণীশংকৈল (ঠাকুরগাঁও), ০৬ মার্চ, এবিনিউজ : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আজ মঙ্গলবার জাতীয় পাটর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক।
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহাফুজা বেগম, থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন (তদন্ত) প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অপরদিকে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শিবদীঘি মোড়ে আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে মানব বন্ধন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মো. নাহিদ হাসান উপজেলা চেয়ারম্যান আইনুল হক, আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, মাহাফুজা বেগম, থানা অফিসার ইনচার্জ সালাউদ্দীন (তদন্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এবিএন/মোবারক আলী/জসিম/এমসি