![৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/jhenidah-human-chain_128774.jpg)
ঝিনাইদহ, ০৬ মার্চ, এবিনিউজ : ৮ মার্চ আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। জেলা জাতীয় মহিলা সংস্থার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় ব্যানার ফেস্টুন নিয়ে নারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা খানমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা, নারীর অধিকার আদায়ে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
এবিএন/ নয়ন খন্দকার/জসিম/নির্ঝর