![চকরিয়ায় জাতীয় পাট দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/sova_abnews_128782.jpg)
চকরিয়া (কক্সবাজার), ০৬ মার্চ, এবিনিউজ : ‘সোনালী আঁশের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় পাট দিবস-২০১৮ পালন কনা হয়েছে। চকরিয়া উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবসকে ঘিরে আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনায়’ এক আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম।
এসময় বক্তরা বলেন, সোনালী আঁশ হিসেবে খ্যাত পাটের সাথে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে জড়িয়ে রয়েছে। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারের হত্যার পর পাটখাতকে ধ্বংস করে দেয়া হয়েছিল। রাষ্ট্রায়ত্ব পাটকতলগুলো বন্ধ করে দেয়া হয়।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর পাটখাতের উন্নয়নে মনোযোগী হয়। ২০১৬ সালে পাটখাতকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়। ইতিমধ্যে বর্তমান সরকার পাটখাতকে রক্ষার জন্য পাট আইন ২০১৭ প্রণয়ন করেছে।
সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাফিয়া বেগম চম্পা, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার ইফতেকার উদ্দিন মো.আরাফাত, জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য আমিনুর রশিদ দুলালসহ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এবিএন/মুকুল কান্তি দাশ/জসিম/এমসি