![খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/human_cain_abnews_128785.jpg)
ফরিদপুর, ০৬ মার্চ, এবিনিউজ : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেতা-কর্মীরা।
এ উপলক্ষে বেলা ১১টার সময় ফরিদপুর পৌরসভাপর সামনে এ মানববন্ধন কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ছাড়াও সকল অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্জ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, সহ-সভাপতি আজম খান, মাজেদ মিয়া, দপ্তর সম্পাদক এবিএম রায়হান, ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কায়েস, ভিপি রেজা প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তরা অভিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সকল প্রকার মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জানান।
এবিএন/কে. এম. রুবেল/জসিম/এমসি