![নরসিংদীর বাদুয়ারচরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ১০](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/norshindi-accident1_128796.jpg)
নরসিংদী, ০৬ মার্চ, এবিনিউজ : নরসিংদীর বাদুয়ারচরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাজীপুরের বাদুযারচর গেইট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- বাদুয়ারচর দক্ষিণ-পশ্চিম পাড়ার জাহাঙ্গীর আলম ভূইয়ার স্ত্রী ফাতেমা জোহরা মুক্তা (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল সাড়ে ৮টার দিকে নরসিংদী আরশীনগর সিএনজি স্টেশন থেকে রায়পুরাগামী একটি সিএনজি বাদুয়ারচর ব্রিজে পৌছলে বীপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলেই ফাতেমা জোহরা মুক্তা(৩২) নামের একজনের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় সিএনজিতে থাকা আহত ৪জনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে ২জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
দূর্ঘটনার পর নিহত মুক্তার চাচা হাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে তার দলবল নিয়ে আরশীনগর সিএনজি স্টেশনে হামলা চালিয়ে সিএনজি ভাংচুর করে। এসময় পৌর সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিউল্লা ইসলাম রৌজদীর উপর হামলা চালালে শ্রমিকরা তাদের ধাওয়া করে। পরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে আরশীনগর ও বাদুয়ারচর গেইটবাজার এলাকায় প্রায় ১৫টি সিএনজি, অটো রিক্সা ও গাড়ি ভাংচুর করা হয়। এতে আহত হয় কমপক্ষে আরো ৭জন। সেসময় সংবাদ সংগ্রহের জন্য ভিডিও ধারণ করতে গেলে চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন লক্ষন বর্মনের হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নেয় হামলাকারীরা। এসময় তাকে মারধর করে ক্যামেরা ভাংচুর করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এবিএন/সুমন রায়/জসিম/নির্ঝর