![ফুলবাড়ীয়ায় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেত্রীর সাথে সাংবাদিকদের মত বিনিময়](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/sova_abnews_128800.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ০৬ মার্চ, এবিনিউজ : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫১, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসন থেকে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী আনজু আক্তার গতকাল সোমবার বিকেলে ফুলবাড়ীয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। মত বিনিময়কালে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এ সময় তিনি বলেন, এ সংসদীয় আসন থেকে তিনি মনোয়ন প্রত্যাশী। দলীয় কোনো সিদ্ধান্তে তিনি এ আসন থেকে মনোয়ন না পেলেও সংরক্ষিত আসনে তিনি প্রার্থী হবেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি সবসময় কর্মী মূল্যায়ন করে। আর কর্মী মূল্যায়ন করে বলেই তার মত শতশত নারী নেত্রী জাতীয় পার্টিতে টিকে আছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টি ফুলবাড়ীয়ার সাবেক যুগ্ন আহবায়ক ডা. রফিকুল ইসলাম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির তোতা মিয়া, জাতীয় পার্টির ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক একেএম সিরাজুল ইসলাম, জাপা নেতা শাহাবদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা, সুলতান গিয়াস উদ্দিন, হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ডা. আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক আবুল কালামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, তিনি কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য, জাতীয় নিট গার্মেন্টস কর্মচারী ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি ও জাতীয় শ্রমিক পার্টি (শ্যামপুর-কদমতলী) থানার সভাপতি।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি