![কালিহাতীতে জাতীয় পাট দিবস উদযাপন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/rally_abenws_128803.jpg)
টাঙ্গাইল, ০৬ মার্চ, এবিনিউজ : ‘বাংলার পাট বিশ^মাত, সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় পাট দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পাট র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেল বের হয়ে কালিহাতী পৌর শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আলহাজ হাছান ইমাম খান সোহেল হাজারী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার প্রমুখ।
এবিএন/তারেক আহমেদ/জসিম/এমসি