বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

পার্বতীপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

পার্বতীপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

পার্বতীপুর (দিনাজপুর), ০৬ মার্চ, এবিনিউজ : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বণার্ঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। র‌্যালী শেষে স্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মজিদুল ইসলাম প্রামানিক। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মো. সামসুজামান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এ.কে.এম আজিজুল হক, আবদুল মান্নান, শহিদুল বারী খান লিখন, বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নুজহাত জাহান প্রমুখ।

এবিএন/এমএ জলিল সরকার/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত