বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কসবায় ভারতীয় গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

কসবায় ভারতীয় গাঁজা উদ্ধার, গ্রেফতার ২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া), ০৬ মার্চ, এবিনিউজ : কসবায় আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি ভারতীয় গাঁজাসহ দুই জনকে আটক করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে উপজেলার নয়নপুর হতে দুটি প্রাইভেটকার যোগে ৪০ কেজি ভারতীয় গাঁজা নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের এস আই শ্যামল মজুমদারের নেতৃত্বে পৌর এলাকার টি.আলী বাড়ির সামনে অভিযান চালিয়ে গাজাসহ দুই চালককে আটক করে।

গ্রেফতারকৃতরা হলো- চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার দক্ষিণ পাহারতলী এলাকার নুরুল হকের ছেলে মো. হাসান (৩০), পটুয়াখালী জেলার বাউফল থানার ইদ্রকুল গ্রামের মো: আলমগীর মিয়ার ছেলে আল আমিন (৩৩)।

এস.আই সালাউদ্দিন বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এবিএন/অলিউল্লাহ সরকার অতুল/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত