![জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/joypurhat-jafor-iqbal_128812.jpg)
জয়পুরহাট, ০৬ মার্চ, এবিনিউজ : প্রগতিবাদী লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে জয়পুরহাটে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় শহরের কেন্দ্রীয় মসজিদ চত্তরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাব, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, লাইব্রেরী ও ক্লাব, মানবাধিকার নাট্য পরিষদ, জয়পুরহাট থিয়েটার, খেলাঘর আসর, সম্মিলিত সামাজিক আন্দোলন সহ ২৫ টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারন মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন- জেলা মুকিতযোদ্ধা সংসদের কমান্ডার আমজাদহোসেন, প্রেসক্লাব সভাপতি মোস্তাকিম ফাররোখ, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুল, লাইব্রেরী ও ক্লাব এর সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, মানবাধিকার নাট্য পরিষদ এর সাধারণ সম্পাদক দিলীপ সেন, সম্মিলিত সামাজিক আন্দোলন এর আহবায়ক নন্দ কিশোর আগরওয়ালা, সদস্য সচিব নন্দলাল পাশীর্, নাট্যজন উৎপল কুমার মন্ডল সহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
বক্তারা অধ্যাপক ডঃ জাফর ইকবাল এর উপর বর্বরোচিত এ হামলার তীব্র নিন্দা ও হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত কারার দাবী জানান।
এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর