![ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/rally_abenws_128813.jpg)
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ), ০৬ মার্চ, এবিনিউজ : “সময় এখন নারীর: উন্নয়নে তারা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম-জীবন ধারা” এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ীয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রায় ঘন্টাকালব্যাপী উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য প্রদান করেন উপজেলা সনির্বাহী অফিসার (ইউএনও) লীরা তরফদার, অফিসাস ইনচার্জ শেখ কবিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা ড. নাসরিন অাক্তার বানু, সমবায় অফিসার নজরুল ইসলাম, মহিলা বিষয়ক অফিসার রেহেনা অাক্তার খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ অনেকেই।
এবিএন/হাফিজুল ইসলাম স্বপন/জসিম/এমসি