![ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালনে মানব বন্ধন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/03/06/fulbari-nari-day_128814.jpg)
ফুলবাড়ী (দিনাজপুর), ০৬ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক দপ্তর থেকে বেলা ১২ টায় আন্তর্জাতিক নারী দিবস পালনে ফুলবাড়ী নিমতলা মোড়ে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে উপজেলা চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ এটি এম হামিম আশরাফ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল,কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন,ইনস্ট্রাক্টর,(ইউ আর সি)মো. মোফাখ্খারুল ইসলাম।
নারী উন্নয়ন মেলার উদ্বোধন শেষে জয়িতাদের সম্মাননা প্রদান করেন ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস ও মানব বন্ধন পালনে বিভিন্ন এনজিও অংশ গ্রহন করেন। মানব বন্ধনে প্রায় ২ শতাধিক নারী অংশ নেন। আয়োজনে ছিলেন,ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তর।
এসময় সরকারী সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/নির্ঝর