শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা

ফুলবাড়ী (দিনাজপুর), ০৬ মার্চ, এবিনিউজ : দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুরের ফুলবাড়ীতে আজ মঙ্গলবার উপজেলা পরিষদ থেকে সকাল ১১ টায় এক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সকাল সাড়ে ১১ টায় প্রাথমিক প্রাথমিক শিক্ষা অফিসের চত্তরে শিক্ষা সপ্তাহ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো “মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দিক্ষা”। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন,খাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. খাদেমুল ইসলাম, গীতা পাঠ করেন, বারাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সম্পারানী।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ এটি এম হামিম আশরাফ। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান বাবুল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া,কাজিহাল ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন,ইনস্ট্রাক্টর,(ইউ আর সি)মো. মোফাখ্খারুল ইসলাম,বঙ্গবন্ধু কলেজের অধ্যাক্ষ মো. মাসুদুর রহমান মাসুদ। জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ শরিফা আক্তার।

শিক্ষা সপ্তাহ্ পালনে সরকারী সকল কর্মকর্তা কর্মচারী ও ফুলবাড়ী পৌরশহরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী র‌্যালীতে অংশ নেন। আয়োজনে ছিলেন,ফুলবাড়ী উপজেলা শিক্ষা অফিস।

এসময় সরকারী সকল কর্মকর্তা, কর্মচারী,বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক,শিক্ষিকা,বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এবিএন/মো. আফজাল হোসেন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত